চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে যুবদল নেতার বক্তব্য নিয়ে বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ

মিরসরাইয়ে যুবদল নেতার বক্তব্য নিয়ে বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ

মিরসরাই সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৫ | ৫:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে কেন্দ্রীয় যুবদল। সম্প্রতি তার একটি বক্তব্য ভাইরাল হলে এই নিয়ে বির্তক সৃষ্টি হয়। বিষয়টি যুবদল কেন্দ্রীয় কমিটির নজরে এলে জিপশনকে নোটিশ করে ৩ দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

 

গত ২৪ নভেম্বর সন্ধ্যায় মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি কেন্দ্র কমিটির প্রস্তুতি সভায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপশন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে কেন্দ্র কমিটিতে যারা বুকে অস্ত্র নিয়ে এগিয়ে যাবে, সেসব সাহসীদের রাখতে হবে।’

 

এই মন্তব্যটি ঘিরে দলের ভেতরে ও বাইরে সমালোচনার ঝড় ওঠে। ২৬ নভেম্বর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে ইফতেখার মাহমুদ জিপশনকে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হয়।

 

চিঠিতে উল্লেখ করা হয়, তার বক্তব্য দল ও দলের ভাবমূর্তি বিব্রতকর অবস্থায় ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

এ বিষয়ে জানতে চাইলে ইফতেখার মাহমুদ জিপশন বলেন, ‘মূলত বুকে অস্ত্র নেয়া বলতে আমি সাহসীদের বুঝিয়েছেন। আমার বক্তব্যকে বিকৃত বা ভুলভাবে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কেউ দলের ঊর্ধ্বে নয়। আমি শীঘ্রই ঢাকা কেন্দ্রীয় দপ্তরে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে আমার বক্তব্যের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করবো ইনশাআল্লাহ।’

 

তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি চক্র এসব অপপ্রচার চালাচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট