চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

চকরিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

চকরিয়া সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২৫ | ৯:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রসহ নাছির উদ্দিন মো. আলমগীর প্রকাশ বাদল (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার বাদল চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে।

 

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

 

তিনি বলেন, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বদরখালী বাজার পাড়া লাগোয়া ওয়াপদা রোডে আল আকসা স্টোর নামে একটি দোকানের ভেতর থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় বাদলের হেফাজত থেকে একটি দেশীয় রাইফেল, দুইটি এয়ার গানের মাথা ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট