
ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। আজ বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, গত সেপ্টেম্বরে মোট বিতরণকৃত ঋণ দাঁড়িয়েছে ১৮ লাখ তিন হাজার ৮৩৯ কোটি টাকা। বিতরণকৃত ঋণের ছয় লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা বা ৩৫ দশমিক ৩৭ শতাংশ খেলাপি। গত জুন তুলনায় সেপ্টেম্বরে খেলাপি ঋণ এক দশমিক ৩৩ শতাংশ বেশি। এর আগে জুনে মোট বিতরণকৃত ঋণ ১৭ লাখ ৬৮ হাজার ৩৬৮ কোটি টাকা। খেলাপি ঋণ ছিল ছয় লাখ আট হাজার ৩৪৫ কোটি টাকা বা ৩৪ দশমিক ৪০ শতাংশ।
গত জুন রক্ষিততব্য প্রভিশন ছিল চার লাখ ৪৬ হাজার ৬৬১ কোটি টাকা। সেপ্টেম্বর রক্ষিততব্য প্রভিশন দাঁড়ায় চার লাখ ৭৪ হাজার ৫৯৭ কোটি টাকা। জুন তুলনায় সেপ্টেম্বরে রক্ষিততব্য প্রভিশন বেড়েছে ২৭ হাজার ৯৩৬ কোটি টাকা। গত জুন রক্ষিত প্রভিশন ছিল এক লাখ ২৬ হাজার ৯৪০ কোটি টাকা। সেপ্টেম্বর রক্ষিত প্রভিশন দাঁড়ায় এক লাখ ৩০ হাজার ৩৬৬ কোটি টাকা। গত জুন তুলনায় সেপ্টেম্বরে রক্ষিত প্রভিশন বেড়েছে তিন হাজার ৪২৫ কোটি টাকা। এ ছাড়া গত জুন প্রভিশন ঘাটতি ছিল তিন লাখ ১৯ হাজার ৭২০ কোটি টাকা। সেপ্টেম্বর প্রভিশন ঘাটতি দাঁড়ায় তিন লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকা।