
চট্টগ্রামের হাটহাজারী থেকে জোরারগঞ্জ থানার ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি মো. সোহেলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে হাটহাজারী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সোহেল হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর এলাকার হারুনুর রশিদের ছেলে। সোহেল জোরারগঞ্জ থানায় ডাকাতি মামলার (নম্বর ২৪) এজাহারভুক্ত দ্বিতীয় আসামি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, থানার ডাকাতি মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি মো. সোহেলকে হাটহাজারী থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/পিআর