
নগরীর কালুরঘাট শিল্প এলাকায় প্যান মার্ক এপারেলস প্রাইভেট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে ওই কারখানার স্টোরে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঢাকার কড়াইল বস্তিতে আগুনের কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রামেও অগ্নিকাণ্ডের খবরে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জানান, পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন পুরোপুরি নির্বাপনে এখনো কাজ চলছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ভেতরে থাকা কাঁচামাল ও সরঞ্জামের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে নির্ণয় করা যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট উৎস তদন্ত সাপেক্ষে জানা যাবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ