চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

 চমেক হাসপাতালে চবি শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৫ | ১২:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩–২৪ সেশনের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। জানা গেছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের  ছাত্র মোহাম্মদ সাকিব স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, সাকিব কিছুদিন ধরে শারীরিক অসুস্থতা এবং মানসিক চাপে ছিলেন। অসুস্থতা সত্ত্বেও তিনি সোমবার ফুটবল খেলায় অংশ নেন।

তার বন্ধুদের মাধ্যমে জানা যায়, ফুটবল খেলার পরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মাইনর স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের ডাক্তার। পরে তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৩-২৪ সেশনের একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। সিএমসি থেকে আমাদেরকে জানানো হয়েছে। 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট