চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

আনোয়ারায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৫ | ১০:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় গরু চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে করিম উদ্দিন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অভিযুক্ত যুবক বাঁশখালীর জলদি কালুমিয়ার বাড়ির বাসিন্দা।

 

আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ৯ নং পরৈকোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাটনীকোঠায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়সূত্রে জানা গেছে, এলাকার নুর মোহাম্মদের বাড়িতে গরু চোরের দল হানা দেয়। এ সময় চোরের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা ধাওয়া দিলে ২ জন চোর পালিয়ে গেলেও ১ জনকে ধরে ফেলে স্থানীয়রা। তখন গণপিটুনিতে করিমের মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (এসআই) এমদাদ বলেন, চুরির দায়ে গণপিটুনিতে করিমের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা ঘটনাটির তদন্ত করছি। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট