
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবসহ মো. জামাল (২৩) নামে এক গাড়ি চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে অভিযান শেষে তাকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়।
এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. ইছমাইল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
তিনি বলেন, একটি নীল রঙের পিকআপ কক্সবাজার সদর এলাকা থেকে ইয়াবার বড় চালান ঢাকার সাভারের দিকে নেওয়া হচ্ছে। এমন খবরে সোমবার সকাল থেকে ডিবির একটি দল ঘটনাস্থলে ওত পেতে থাকে। সকাল ৮টার দিকে সন্দেহভাজন পিকআপটি দ্রুতগতিতে চেকপোস্টের দিকে এগিয়ে এলে ডিবির সদস্যরা গাড়িটি থামায়। ডিবির সদস্যরা গাড়ি চালকের পাশের সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি পোটলা উদ্ধার করে। যার মধ্যে তিন হাজার ইয়াবা ছিলো। পরে, পিকআপসহ ইয়াবাগুলো জব্দ করে হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. জামাল কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ঢাকার সাভারসহ আশপাশের এলাকায় বেশি দামে বিক্রি করেন। উদ্ধার করা ইয়াবাগুলোও ঢাকায় নেওয়ার উদ্দেশ্য ছিল।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দ করা ইয়াবা ও পিকআপসহ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাদক পাচারকারী জামালকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
পূর্বকোণ/পারভেজ