চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

বিনোদন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৫ | ৩:৪৭ অপরাহ্ণ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। তবে পরিবারের পক্ষ থেকে অভিনেতার মৃত্যুর খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

প্রযোজক পরিচালক করণ জোহর ধর্মেন্দ্রর মৃত্যুর খবর দিয়ে লিখেছেন, “একটি যুগের অবসান…।”

 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না; সোমবার সকালে নিজ বাড়িতেই পরপারে পাড়ি জমালেন তিনি।

 

হিন্দুস্তান টাইমস লিখেছে, প্রবীণ এই অভিনেতা প্রয়াত। সকালে তাঁর বাসার সামনে কড়া নিরাপত্তাসহ একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। এক মাসের ব্যবধানে এটি ছিল তাঁর দ্বিতীয় স্বাস্থ্য সংকট। পবনহংস শ্মশানে হেমা মালিনী ও এশা দেওলকে দেখা গেছে বলেও জানিয়েছে পত্রিকাটি।

এর আগেও চলতি মাসের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ে। তখন তাঁর মেয়ে এশা দেওল বলেন, ‘মিডিয়া ভুল খবর ছড়াচ্ছে। আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। আমাদের পরিবারকে গোপনীয়তা দিন।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট