চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ডলফিন ক্লাবের ইসকান্দর সভাপতি,ওয়াহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৫ | ৯:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়া এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ডলফিন ক্লাবের কার্যকরী পর্ষদের দ্বী-বার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মো. ইসকান্দর মির্জা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজি মো. ওয়াহিদ হালিম ইমন। শুক্রবার (২১ নভেম্বর)  সকাল ৮টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যান্যরা হলেন- মো. ইউসুফ চৌধুরী বাবু সিনিয়র সহ-সভাপতি, এম. পারভেজ উদ্দিন সহ সভাপতি (১), মো. মাসুদ পারভেজ সহ-সভাপতি (২), এম. জয়নাল আবেদীন সহ-সাধারণ সম্পাদক, মো. শহীদুল ইসলাম জোবায়ের সাংগঠনিক সম্পাদক, মো. ওসমান গনি সাগর অর্থ সম্পাদক, মো. ইসফাক হোসেন সাদ্দাম সমাজ কল্যাণ সম্পাদক, আবু জাহেদ শোভন (বাদশা) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মো. সাইফুল ইসলাম শান্ত ক্রীড়া সম্পাদক, মো. দিদারুল আলম পরিবেশ সংরক্ষণ সম্পাদক, হামিম ইবনে হোসাইন তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মো. রিদোয়ান আহমেদ শাহেদ কার্যালয় সম্পাদক, মো. শাহ ফরহাদ তুষার প্রচার ও গণ যোগাযোগ সম্পাদক, মো. সাদমান বিন সেলিম ফাহিম শিক্ষা-গণস্বাস্থ্য সম্পাদক এবং কার্যকরী সদস্য মোহাম্মদ আরমান।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আলম, অন্যান্য নির্বাচন কমিশনার মো. মহিউদ্দিন চৌধুরী, হাজি মো. ইলিয়াস, মো.নিজাম উদ্দিন ও মো. মঞ্জুরুল আলম প্রমুখ।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট