চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু

মহেশখালী সংবাদদাতা

২৩ নভেম্বর, ২০২৫ | ৫:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মো. অলি বকসুর (৪৫) মৃত্যু হয়েছে। নিহত অলি বকসু শাপলাপুর ইউনিয়নের মুরুং ঘোনা এলাকার মিয়া হোসাইনের পুত্র।

 

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার পরিবার।

 

এর আগে গত ১৮ নভেম্বর উপজেলার শাপলাপুর ইউনিয়ের মুরুঙ ঘোনা নামক এলাকায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এতে প্রতিপক্ষের হামলায় অলি বকসুর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আজ রবিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় প্রতিবেশির সাথে জমির মালিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটে।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, জমিতে ধানকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হওয়ার খবর পেয়েছি। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট