চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

আইআইইউসিতে দুই দিনব্যাপী ‘ইবি উইন্টার ফেস্ট ২০২৫’ শুরু

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৫ | ১০:৩১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং (আইআইইউসি)-এ দুই দিনব্যাপী শীতকালীন উৎসব ‘ইবি উইন্টার ফেস্ট ২০২৫’ আজ (রবিবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।

স্টাডি নেট পরিবেশিত এবং বিশ্ববিদ্যালয়ের ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং বিভাগ আয়োজিত এ উৎসব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ও ফিমেল একাডেমিক জোনজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।

তিনি উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, নেতৃত্বগুণ এবং সৃজনশীলতার বিকাশে ক্লাবভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স-এর ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শরিফুল হক, ইবি ক্লাবের প্রেসিডেন্ট শাহ আসাদুল্লাহ মোহাম্মদ জুবায়ের , বিভাগের শিক্ষকবৃন্দ এবং ইবি ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ।

উৎসবে এবার ৮০টিরও বেশি স্টল অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনপ্রিয় ও পরিচিত ব্র্যান্ডও স্টল নিয়েছে। স্টলগুলোতে শিক্ষার্থীরা তাঁদের উদ্যোক্তা দক্ষতা, সৃজনশীলতা, পরিকল্পনা ও দলগত কাজের অভিজ্ঞতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন, যা পুরো আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত ও শিক্ষণীয়।

ইভেন্টটির সার্বিক আয়োজন করেছে ইবি ক্লাব। নেতৃত্বে ছিলেন ক্লাবের জেনারেল সেক্রেটারি শাহারিয়া আহাদ, ফিন্যান্স সেক্রেটারি আফসান চৌধুরী, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি তারেক আহমেদ সৌরভ, ফিমেল চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি সাদিয়া আফরিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সুমাইতা তাবাসসুম, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি আয়েশা আকতার, এসিস্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি শাজরায়া মোবারাকা এবং এসিস্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি সায়মা হোসেন।

সকলের সহযোগিতা এবং ইবি ক্লাবের সদস্যদের টানা এক মাসের অক্লান্ত পরিশ্রমে এবারের শীতকালীন উৎসব একটি সফল ও বৈচিত্র্যময় আয়োজন হিসেবে শিক্ষার্থী সমাজে ইতোমধ্যেই দারুণ সাড়া ফেলেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট