চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

‘ভূমিকম্প আর ১০ সেকেন্ড স্থায়ী হলে সমগ্র ঢাকাতেই বিপর্যয় নেমে আসতো’

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২৫ | ১২:০৯ অপরাহ্ণ

গতকালের ভূমিকম্প আর দশ সেকেন্ড স্থায়ী হলে সমগ্র ঢাকাতেই বিপর্যয় নেমে আসতো বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

আজ শনিবার (২২ নভেম্বর) সকাল পুরান ঢাকার কসাইটুলি এলাকায় রেলিঙ ভেঙে তিনজন নিহতের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

রিয়াজুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা করে ব্যবস্থা নেয়াই এ মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হিসেবে দেখছে রাজউক। পরে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হবে।’

তিনি বলেন, ‘সরকারি স্কুল-কলেজ-হাসপাতালের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এমন ভবনের সংখ্যা ১৪২টি। তবে বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি নিরূপণে রাজউকের কাছে এখনও সুনিশ্চিত তথ্য নেই।’

রাজউক চেয়ারম্যান বলেন, ‘পুরান ঢাকার রেলিং ভেঙে পড়া ভবন মালিকের কাছে ভবনের নকশা অনুমোদনসহ প্রাসঙ্গিক ডকুমেন্টস চাওয়া হয়েছে। সাত দিনের মধ্যে দেখাতে না পারলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে রাজউক।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট