চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে সিএনজির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

টেকনাফে সিএনজির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

টেকনাফ সংবাদদাতা

২১ নভেম্বর, ২০২৫ | ১১:২২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকার শামসুল আলমের ছেলে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে রাস্তা পারাপারের সময় মোহাম্মদকে একটি সিএনজি অটোরিকশা  চাপা দেয়। আহত অবস্থায় তাকে হ্নীলা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট