
কক্সবাজারের টেকনাফে মাহমুদুল আমিন (২৭) নামে এক যুবককে দুই কোটি টাকার ইয়াবাসহ আটক করেছে বিজিবি। শুক্রবার (২১ নভেম্বর) উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী গোলাম মোস্তফার ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক মো. জসীম উদ্দিন বলেন, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় আরোহী মাহমুদুল আমিনের মালামাল প্রশিক্ষিত কুকুর ‘রকি’ দ্বারা তল্লাশি করে মরিচের গুড়ার বস্তার ভেতর খোলা আটার প্যাকেটের মধ্যে স্কচটেপ মোড়ানো ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ