
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে হাফেজ রমজান আলী (৪০) নামে এক ব্যবসায়ী ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তালতল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী পশ্চিম ভূজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. হারুনের ছেলে।
স্থানীয়রা জানান, আহত ব্যবসায়ী রমজান আলী আছিয়া চা বাগান গেট এলাকার একজন ব্যবসায়ী। মুদি দোকানের পাশাপাশি তিনি বিকাশের ব্যবসাও করেন। ঘটনার সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বর্ণিত ঘটনাস্থলে মোটরসাইকেল যোগে দুই মুখোশধারী রমজান আলীকে ঝাপটে ধরে তার কাছে থাকা ব্যাগ নিতে টানাটানি শুরু করে। ব্যাগ দিতে না চাইলে এক পর্যায়ে ছিনতাইকারীরা ব্যবসায়ীকে গুলি করে তার সবকিছু ছিনিয়ে নেয়। এতে তিনি গুলিবিদ্ধ হন।
এই বিষয়ে জানান জন্য ভূজপুর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।
তবে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, ছিনতাইকারীর কবলে পড়ে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হবার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, আমি নিজেও রওনা হচ্ছি।
পূর্বকোণ/আরআর/এএইচ