
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৯ নভেম্বর) রাত থেকে আজ বৃহষ্পতিবার বিকেল পর্যন্ত অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নেজাম উদ্দিন (৫০), জহির আহমদ (৫৫), নেজাম উদ্দিন (৪৭), হারুনুর রশিদ (২৫), কাউছার (২১), মো.সাইফুল (২০), মো.জায়েছ (২২), নাছির উদ্দিন (৪০), মো.সাগর (২১), এনামুল হক (৪১), আব্দুর রশিদ (২৮), নুরুল আলম (৩৮) ও মহিউদ্দিন (৩৫)। এরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, দীর্ঘদিন ধরে সাজা ও পরোয়ানা নিয়ে এসব অপরাধীরা আত্মগোপনে ছিলো। এলাকায় অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা অভিযানে ১৩ জন সাজা ও পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বকোণ/এএইচসি/এএইচ