চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় গুড়িয়ে দেয়া হল ৩টি অবৈধ ইটভাটা

রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেয়া হল ৩ অবৈধ ইটভাটা

রাঙ্গনিয়া সংবাদদাতা

২০ নভেম্বর, ২০২৫ | ৬:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩টি অবেধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গুঁড়িয়ে ৩ ইটভাটা হল- মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস, মেসার্স কেবিএম ব্রিকস ও মেসার্স শাহ আমানত ব্রিকস।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

তিনি বলেন, ইটভাটাগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও পরিদর্শক চন্দন বিশ্বাস।

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট