
পটিয়া পৌরসভার অবকাঠামো উন্নয়ন, আধুনিক নগরসেবা সম্প্রসারণ ও জলবায়ু সহনশীল নগরায়ণ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যানের প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজন করেছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় আয়োজিত কর্মশালায় কারিগরি বিশেষজ্ঞ মো. নুরুল আমিন তালুকদার প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমান, তামান্না সালাম, আর্কিটেক্ট ফারহানা ইসলাম, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, পরিবেশ বিশেষজ্ঞ মো. আল আমিন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম এবং টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের আওতায় পটিয়া পৌরসভায় রাস্তা-ফুটপাত উন্নয়ন, সড়কবাতি সংযোজন, ড্রেন নির্মাণ, বাজার ও বাস টার্মিনাল আধুনিকায়ন, পাবলিক টয়লেট, সুপার মার্কেট, ব্রিজ-কালভার্ট এবং পৌর ভবন নির্মাণসহ বহু উন্নয়নকর্ম সম্পন্ন হবে। এতে জলবায়ু সহনশীলতা, পরিবেশগত স্থায়িত্ব এবং নারীর অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে প্রশাসক ফারহানুর রহমান বলেন, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পটিয়া পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও সবুজ নগরে রূপান্তর করা হবে। নাগরিক সুবিধার মান বাড়বে, সেবা হবে আরও সহজলভ্য।
কর্মশালায় বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মোজাম্মেল হক, বদরুল খায়ের চৌধুরী, জামায়াত আমির মাস্টার সেলিম উদ্দিন, আবছার উদ্দীন সোহেল, মিজানুর রহমান প্রমুখ।
পূর্বকোণ/পিআর