চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে ইটভাটায় অভিযানকালে সংঘর্ষে আহত ৫৭, গ্রেপ্তার ৮

বান্দরবানে ইটভাটায় অভিযানকালে সংঘর্ষে আহত ৫৭, গ্রেপ্তার ৮

লামা-আলীকদম সংবাদদাতা 

২০ নভেম্বর, ২০২৫ | ২:৫৩ অপরাহ্ণ

বান্দরবানের লামার ফাইতং পাগলীর আগা এলাকায় ইটভাটায় অভিযান চালাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিক ও স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বিজিবি ও পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। প্রায় ৫০ জনের অধিক শ্রমিক আহত হয়েছেন বলেও জানা গেছে।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫ইং) দুপুর ১২টায় চকরিয়ার হতে মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। 

 

পুলিশ জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবির গাড়িসহ মোট ৬টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ইটভাটার ৮ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিচালিত স্পেশাল অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। এসময় আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ, লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশ নেয়। 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ বলেন, ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর করেছে। অনেকে আহত হয়েছেন। 

 

শ্রমিকরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে তাদের ৮ জন নারী শিশুসহ মোট ৫০ জনের অধিক আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনেরও বেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অনেককে আটক করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট