
সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজার থেকে উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আবদুল নূর নামের এক ব্যক্তিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত আবদুল নূর (৮০) নগরীর দামপাড়া এলাকার আবদুল মোতালেবের ছেলে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, চারজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজারে বিক্রির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবদুল নূরকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ নগরীর কোতোয়ালী থানাধীন কে.সি.দে রোড সিনেমা প্যালেসের মেইন গেটের সামনে থেকে আবদুল নূরকে গ্রেপ্তার করা হয়। এসময় হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের সরকারি হাসপাতালের ওষুধ (খোলাবাজারে বিক্রয় নিষিদ্ধ) উদ্ধার করা হয়। জব্দকৃত ওষুধ কালোবাজারির উদ্দেশ্যে সংগ্রহ করে বিক্রির জন্য তিনি নিজ হেফাজতে রাখেন।
মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৪ সালের ১১ মার্চ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।
পূর্বকোণ/পিআর