
নিখোঁজের তিন দিন পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মফিজুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে মুগদা থানা পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মফিজুর রহমান মূলত অপহরণের স্থান থেকে পালিয়ে এসে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। এরপর স্থানীয়দের সহায়তায় তার সন্ধান পাওয়া যায়। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার পরিবার। গত ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
মফিজুর রহমান চুয়েটের ২০০২–০৩ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার নিখোঁজ হওয়ার খবরে সহপাঠী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। উদ্ধার হওয়ার পর স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন।
পূর্বকোণ/পারভেজ