চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আবৃত্তিতে দেশসেরা চাটগাঁর সাবিলা
সাবিলা সুলতান বাণী

আবৃত্তিতে দেশসেরা চাটগাঁর সাবিলা

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৫ | ১২:০৪ পূর্বাহ্ণ

অনেক কীর্তিমানের শহর চট্টগ্রাম গর্বিত হলো আবার। চাটগাঁর মেয়ে সাবিলা সুলতান বাণী জিতলো ‘নতুন কুঁড়ি’ জাতীয় চ্যাম্পিয়নের মুকুট। ঐতিহ্যবাহী এই শিশু-কিশোর প্রতিযোগিতায় আবৃত্তি বিভাগে ‘খ’ শাখায় প্রথম স্থান অর্জন করেছে সে।

নগরীর পূর্ব বাকলিয়ার ফজর আলী মুন্সি বাড়িতে বড় হওয়া বাণী পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অল্প বয়সেই পরিণত কণ্ঠে আবৃত্তির সুর ও কথনভঙ্গি দিয়ে বিচারক ও দর্শকদের মুগ্ধ করেছে সে।

বাণীর এই উত্থানের পেছনে বড় ভূমিকা রয়েছে তার শিল্পী পরিবারের। মা রাবেয়া সুলতান নিজেও জাতীয় পুরস্কারপ্রাপ্ত আবৃত্তিশিল্পী। বাবার পরিচয়ও সমান আকর্ষণীয়। তার বাবা টিপু সুলতান দেশের সুপরিচিত সংগঠন ‘ডাক দিয়ে যাই’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি। বলা চলে, বাণী শিল্পকে পেয়েছে রক্তের ভেতর, আর পরিবেশ পেয়েছে চর্চার উপযোগী।

নতুন কুঁড়ির জাতীয় মঞ্চে দেশসেরা হওয়ার পর বাণীকে ঘিরে এখন উৎসবের আমেজ চট্টগ্রামে। স্থানীয় শিক্ষক, শিল্পীরা বলছেন, বাণীর সাবলীল উচ্চারণ, আবেগময় পরিবেশন ও আত্মবিশ্বাস ভবিষ্যতে তাকে আরও বড় সাফল্যের পথে নিয়ে যাবে। নিজের সাফল্যের প্রতিক্রিয়ায় বাণী জানায়, আমি আবৃত্তি ভালোবাসি। নতুন কুঁড়ির মঞ্চে দাঁড়িয়ে দেশের সেরা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট