চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে সোয়া দুই কোটি টাকার ইয়াবাসহ গাড়িচালক আটক

টেকনাফে সোয়া দুই কোটি টাকার ইয়াবাসহ গাড়িচালক আটক

টেকনাফ সংবাদদাতা 

১৯ নভেম্বর, ২০২৫ | ১০:৩২ অপরাহ্ণ

কক্সবাজরের টেকনাফে গাড়িতে করে পাচারকালে সোয়া দুই কোটি টাকার ইয়াবাসহ কামাল হোসেন (৩৮) নামে এক গাড়ি চালককে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় গাড়িটিও জব্দ করা হয়।

 

আজ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, টেকনাফ হোয়াইকং কাঞ্জারপাড়া এলাকায় সকালে অভিযান চালিয়ে সন্দেহজনক ১টি নোয়াহ্ ভক্সি মাইক্রোতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৪২ হাজার  ইয়াবাসহ চালককে আটক করা হয়।

 

জব্দকৃত গাড়ি, মাদক ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট