চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ফের ৩টি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে আরাকান আর্মি

টেকনাফে ফের ৩টি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে আরাকান আর্মি

টেকনাফ সংবাদদাতা

১৯ নভেম্বর, ২০২৫ | ৮:১০ অপরাহ্ণ

সাগর থেকে মাছ ধরে টেকনাফে ফেরার পথে তিনটি ট্রলারসহ ১৬ জন জেলেকে আটক করেছে আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছাকাছি সাগরে এ ঘটনা ঘটে।

 

আজ বুধবার (১৯ নভেম্বর) টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আরাকান আর্মি টেকনাফ পৌরসভার কলেজ পাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেনের মালিকানাধীন একটি ট্রলারসহ ৬ জন রোহিঙ্গা যুবককে আটক করে নিয়ে যায়। একই দিন আরাকান আর্মির নিয়ে যাওয়া আরও দুটি ট্রলারের ১০ জন জেলের পরিচয় শনাক্তের কাজ চলছে।

 

অপহৃত ট্রলার মালিক জাকির হোসেন বলেন, গত শনিবার (১৫ নভেম্বর) আবদুল করিম মাঝিসহ ছয়জন জেলে তার ট্রলারটি নিয়ে মাছ ধরতে গিয়েছেন। গতকাল ফেরার পথে বিপুল পরিমাণ মাছসহ ট্রলারটি আরাকান আর্মির সদস্যরা নিয়ে গেছেন। ট্রলারে থাকা এক জেলে বিষয়টি মুঠোফোনে তাকে জানিয়েছেন।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘আবারও ট্রলারসহ কয়েকজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে’।

 

উল্লেখ্য, টেকনাফ সদর, জালিয়াপাড়া, সাবরাং, বাহারছড়া, শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনের আট শতাধিক ট্রলার নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ আহরণ করে। গত বছরের ডিসেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ৩৪৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জেলেসহ ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে। অবশিষ্ট আরও ২১টি ট্রলারসহ ১৫৮ জনকে ফেরত আনার চেষ্টা চলছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট