
দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়ার পর বুধবার (১৯ নভেম্বর) সকালে বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর বলেন, ‘প্রায় ১০ ঘণ্টা পর বাসায় এলাম। ডিবি আমাকে বাসায় পৌঁছে দিয়েছে। আমি সুস্থ আছি।’
ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, একটি বিষয়ে কথা বলার জন্য তাকে রাতে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। পরবর্তীতে রাতেই তাকে বাসায় পৌঁছে দেয়া হয়েছে।
মিজানুর জানান, আসন্ন ১৬ ডিসেম্বর এনইআইআর (ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার) কার্যকরের প্রেক্ষাপটে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ নিয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ যে সংবাদ সম্মেলনের আয়োজন করছে, ডিবির কর্মকর্তারা মূলত সেটি নিয়ে জিজ্ঞেস করেছেন।
গতকাল রাত ১২টার দিকে বাড্ডার বাসা থেকে ডিবি পরিচয়ে কিছু লোক তাকে নিয়ে যাওয়ার পর তার পরিবার উদ্বেগ প্রকাশ করেছিল। পরে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগমাধ্যমেও তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পূর্বকোণ/এএইচ