চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

হাজী নূর বক্স স্মৃতি সংসদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৫ | ৩:৪৮ অপরাহ্ণ

হাজী নূর বক্স স্মৃতি সংসদ আয়োজিত ‘অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫’র উদ্বোধন হয়েছে গত ১৪ নভেম্বর শুক্রবার।

নগরীর রাহাত্তারপুলে হাজী নূর বক্স হাউজিং সোসাইটি মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহল্লা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ নুরুন্নবী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির আহ্বায়ক মোহাম্মদ হারুন।

বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সেকান্দার, মঞ্জুর আলম, আব্দুর রহমান, জসীম উদ্দিন, লায়ন মোহাম্মদ ইসমাইল, সাইদুল আলম সাঈদ, হাজী মোহাম্মদ নাছির, আজিজুল হক আজীজ ও মোহাম্মদ ঈসমাইল।

উদ্বোধনী দিনে টুর্নামেন্টে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে টিজে এন্টারপ্রাইজ ২-১ গোলে তাওসিফ স্মৃতি একাদশকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে কর্ণফুলী স্মৃতি আদর্শ ক্লাব ৪-১ গোলে আব্দুর রহমান স্মৃতি একাদশকে হারিয়ে বিজয়ী হয়। ৩২টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করছেন হাজী মোহাম্মদ নুরুন্নবী এবং হাজী মোহাম্মদ নাছির। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। -বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট