
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটির দাবি, শেখ হাসিনাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় ‘সুষ্ঠু ও ন্যায়সঙ্গত’ হয়নি।
মানবাধিকার সংস্থাটি মনে করে, ন্যায়বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের ‘কোনো স্থান নেই’।
সংগঠনের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডের প্রতিক্রিয়ায় জানান, ‘যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে, তাদের অভিযোগ তদন্ত করে দেখা উচিত ছিল এবং ন্যায্য বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত ছিল। যারা এই অপরাধের শিকার তাদের ন্যায় পাওয়া দরকার ছিল। মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘন করে। এটা অমানবিক শাস্তি, কোনো ন্যায় প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের শাস্তি থাকা উচিত নয়।’
অ্যাগনেস বলেছেন, যে আদালতে এই বিচার হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সেই কোর্টের বিরোধিতা করে আসছে। অভিযুক্তদের অনুপস্থিতিতে অভূতপূর্ব দ্রুততায় একটি জটিল মামলার রায় দেওয়া হয়েছে। তাতে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকছে। যদিও শেখ হাসিনার পক্ষ সমর্থন করতে আদালতের ঠিক করে দেওয়া একজন আইনজীবী ছিলেন, কিন্তু তাকে যথেষ্ট সময় দেওয়া হয়নি।
অ্যাগনেস জানিয়েছেন, এটা ন্যায়সংগত বিচার নয়। বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা দরকার যা সম্পূর্ণভাবে ন্যায্য, পুরোপুরি নিরপেক্ষ, যা সবরকম সন্দেহের উপরে থাকবে এবং মৃত্যুদণ্ড দিয়ে মানবাধিকার ভঙ্গ করবে না।
পূর্বকোণ/পিআর