চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সন্দ্বীপে ব্যবসায়ীর বাড়ি থেকে ৪ লাখ টাকা ও অস্ত্র-বুলেট চুরি

গভীর রাতে ঘরে ঢুকে ব্যবসায়ীর লাইসেন্স করা অস্ত্র নিয়ে গেল চোর!

সন্দ্বীপ সংবাদদাতা

১৮ নভেম্বর, ২০২৫ | ১১:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে এক জাফর সওদাগর নামে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৪ লাখ ৩০ হাজার টাকা ও একটি লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ও বুলেট চুরি করে নিয়ে যায় চোরের দল।

 

সোমবার (১৭ নভেম্বর) রাতে পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাতে বাড়ির সকল সদস্য গভীর ঘুমে থাকায় ঘরে চোর ঢুকে। বাড়ির এক সদস্য ভোরে বাইরে এসে জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পেয়ে চুরির ঘটনাটি টের পান। পরে তিনি দ্রুত সন্দ্বীপ থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিকভাবে চুরির বিভিন্ন আলামত সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে- অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চুরির এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট