
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এপিবিএন পুলিশ। আটক ডাকাত তিনজনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার।
তিনি জানান, কয়েকজন ডাকাত রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি করার প্রস্তুতি নেয়ার গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ নভেম্বর রাত ৮টার দিকে এপিবিএন পুলিশ টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ডাকাতরা হলেন- মৃত সুলতান হোসেনের পুত্র মোহাম্মদ হাসান (২৫), নুর আলমের পুত্র মো. নূর কালাম (২৬) ও মৃত বাছা মিয়ার পুত্র আব্দুর রাজ্জাক (২৮)। তিনজনই ব্লক-ই, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি (লোডেড) উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
পূর্বকোণ/পারভেজ