
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এশিয়ান কাপ বাছাইপর্বে আগেই দুই দলের বিদায় ঘণ্টা বেজে গেছে। আগামীকাল মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে দুই দলের নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচটিকে ঘিরেও উত্তাপ কম নয়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ খালিদ জামিল বলেন, বাংলাদেশ ভালো দল। তাদের অনেক কোয়ালিটি খেলোয়াড় রয়েছে। আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না।’
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ খালিদ জামিল এই কথা বলেন।
‘সি’ গ্রুপে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে বাছাই শুরু করেও ভারতের বিদায় নিশ্চিত হয়ে গেছে। দলের এমন অধঃপতন নিয়ে প্রশ্ন করা হলে জামিল তা এড়িয়ে গিয়ে বলেন, ‘আমরা আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি।’ তিনি স্পষ্ট জানিয়ে দেন, ম্যাচটি নিয়মরক্ষার হলেও গুরুত্বহীন নয়। ‘এটা প্রীতি ম্যাচ নয়, এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। আমরা ম্যাচটি জিততে চাই।’
ভারতের আরেক তারকা ফুটবলার সুনীল ছেত্রী এবার দলে নেই। গত বছর অবসর ভেঙে ফিরলেও, অ্যাওয়ে ম্যাচে তাকে আনেননি জামিল। ছেত্রী প্রসঙ্গে কোচের সোজাসাপ্টা উত্তর, ‘সে অবসর নিয়েছে।’
সাবেক ভারতীয় ফুটবলার হিসেবে খালিদ জামিল নিজে এই দ্বৈরথের উত্তাপ ভালোভাবেই জানেন। তিনি বলেন, ‘দুই দলের খেলোয়াড়রাই এই ম্যাচ সম্পর্কে জানে। সবাই অনেক সিরিয়াস থাকে। সবাই জানে এটি একটি চাপের ম্যাচ। তবে সে জন্য আমাদের একটি ইতিবাচক ফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’
আগামীকাল (১৮ নভেম্বর) রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/পারভেজ