
চট্টগ্রামের আনোয়ারায় নাশতা খেতে বেরিয়ে নিখোঁজ হয়েছে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্র। ওই শিক্ষার্থীর নাম মো. আইনুল ইশমাম। সে উপজেলার মালঘর আহমদিয়া ছাবেরিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা হেফজ ও এতিমখানার দাওরা বিভাগের ছাত্র। আইনুল মাদরাসার হোস্টেলে থেকে পড়াশোনা করে আসছিল।
আইনুলের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল ৭টায় মাদরাসা থেকে নাশতা খেতে বের হয় আইনুল। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। পরে একটি অপরিচিত নম্বর (০৯৬৩৮৫৬৩৭১৪) থেকে শিশুর এক আত্মীয়কে ফোন করে অপহরণের কথা জানান কয়েকজন। কিন্তু পরবর্তীতে ওই নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় তার বাবা মোহাম্মদ রফিক আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ শিশুটির মামা বোরহান শাকিল বলেন, প্রতিদিনের মতো সকালে মাদারাসার হোস্টেল থেকে নাশতা খেতে বের হয় আইনুল ইশমাম। কিন্তু পরে আর হোস্টেলে ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরই মধ্যে দুপুরের দিকে এক অপরিচিত নম্বর থেকে ফোন করে আইনুলকে অপহরণের কথা জানানো হয়। ফোন করা ব্যক্তি তাকে অপহরণ করে বাঁশখালী নিয়ে গিয়েছে বলে জানান। কিন্তু এরপর থেকে সেই নম্বরটি বন্ধ রয়েছে। আমরা খুবই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছি। আমার ভাগ্নেকে উদ্ধারে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। কেউ খোঁজ পেলে তার ভাইয়ের নম্বরে (০১৫৮৬১৩৫৯৮৭) যোগাযোগ করার অনুরোধ রইলো।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘এই ঘটনায় পরিবার জিডি করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’
পূর্বকোণ/আরআর/পারভেজ