চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

সাতকানিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

সাতকানিয়া সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৫ | ৫:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নমীতা বৈদ্য (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত নমীতা বৈদ্য উপজেলার বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকার অনীল চন্দ্র বৈদ্য’র স্ত্রী।

 

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টার বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া বুড়ির দোকান ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নারীর ছেলে পলাশ বৈদ্য বলেন, সকালে আমার মা কার্তিক পূজার জন্য ফুল তুলতে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় বান্দরবানগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার বলেন, দুর্ঘটনার খবর আমরা পাইনি। আমাদের কেউ অভিযোগ করে নাই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট