চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

বান্দরবানে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

বান্দরবান প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২৫ | ১:৩০ অপরাহ্ণ

বান্দরবানে ৩০০ নং সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শহরের পদযাত্রা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।

 

সোমবার (১৭ নভেম্বর) সকালে বিএনপির জাবেদ রেজা গ্রুপের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

 

সমাবেশে নেতাকর্মীরা বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে পরিবর্তন করে দলের সদস্য সচিব জাবেদ রেজাকে প্রার্থী দেওয়ার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিনপি নেতা সাবেক পৌর কাউন্সিল মো. আইয়ুব, মহিলা দলের নেত্রী সাই সাই নু মারমা, মহিলা দলের নেত্রী পোম্পী সেন প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনগুলোতে বান্দরবানে বিএনপির পাশে ছিল জাবেদ রেজা। আন্দোলন সংগ্রামেও নেতাকর্মীদের একসাথে নিয়ে তিনি কাজ করেছেন। কিন্তু জাবেদ রেজাকে প্রার্থী না দিয়ে সাচিং প্রু জেরীকে মনোনীত করায় নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়েছে। বক্তারা অবিলম্বে ৩০০ নং সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তন করে জাবেদ রেজাকে প্রার্থী দেওয়ার দাবি জানান।

 

সম্প্রতি বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীকে বান্দরবান আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকে বিভিন্ন জায়গায় জেরী নির্বাচনী প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন থেকে বান্দরবানে বিএনপি জেরী- মাম্যাচিং জাবেদ এই দু’গ্রুপে বিভক্ত। সম্প্রতি দলটির নেতৃবৃন্দ এই জটিলতা কাটিয়ে ওঠার কথা জানালেও নির্বাচনের ঠিক আগে আবারো এই পুরোনো দ্বন্দ্ব শুরু হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট