
বান্দরবানের থানচির নাফাখুম ঝরনায় নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর পর্যটক ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (১৬ নভেম্বর) বিকেলে জলপ্রপাতের গভীর গুহা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার ডিফেন্স চট্টগ্রাম আগ্রাবাদের স্টেশন অফিসার রহিদুল ইসলাম বলেন, ৮ ঘণ্টা পর মো. ইকবাল হোসেনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, আগামীকাল নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেল শুক্রবার ঢাকা থেকে ১৭ জনের একটি স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া জলপ্রপাতে ভ্রমণে যান। সেখানে তারা গোসলে নামলে এ ঘটনা ঘটে।
থানচি ফায়ার ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তরুণ বড়ুয়া বলেন, জলপ্রপাতের পাথুরে ও তীব্র স্রোতে ভ্রমণ অভিজ্ঞ পথ প্রদর্শক ছাড়া ঝুঁকিপূর্ণ। সেখানে পথ প্রদর্শক ছাড়া না যাওয়ার পরামর্শ দেন তিনি।
২০২৪ সালে ২রা এপ্রিল ভর দুপুরে থানচি সোনালী ও কৃষি ব্যাংকে কেএনএফের সদস্যরা ডাকাতি করেন। তখন থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন প্রশাসন।
পূর্বকোণ/পারভেজ