
চট্টগ্রামের হাটহাজারীতে ১৬টি মামলার আসামী মো. হানিফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হানিফ উপজেলার ফতেপুর ইউনিয়নের লাতু শিকদার বাড়ির মরহুম নূর মোহাম্মদের ছেলে।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়ন থেকে হানিফকে গ্রেপ্তার করা হয়। সে ফতেপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য ছিল ।
বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ।
পুলিশ সূত্রে জানা গেছে, হানিফের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অগাস্টে জোবরা গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার মামলা, অবৈধ দখলবাজি,মাদক ব্যবসা, সরকারি গাছ বিক্রি, হত্যাসহ (২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত) হাটহাজারী ও রাউজান থানায় ১৬টি মামলার রয়েছে।
পূর্বকোণ/পারভেজ