চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় দুই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া সংবাদদাতা

১৬ নভেম্বর, ২০২৫ | ২:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুইটি ঘটনায় দুই তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর)সকালে উপজেলার রত্নাপালং ইউনিয়নে এবং রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নাপালং ইউনিয়নের কাটিরমাথা এলাকার মৃত তাতু বড়ুয়ার ছেলে জিশু বড়ুয়া নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় ও পরিবারের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের মা মল্লিকা বড়ুয়া বলেন, আমার ছেলে সুস্থ ছিল। কেন এমন কাজ করল বুঝে উঠতে পারছি না।

 

একইদিন ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আমিনের কন্যা আসমা আক্তার গাছের বিমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের মা জরিনা বেগম জানান, তিনি মেয়েকে শয়নকক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল হক জানান, দুটি ঘটনার খবর পেয়ে তাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া অনুযায়ী মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট