
কক্সবাজারের উখিয়ায মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ নুরুল বশর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৪ টায় পালংখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, উখিয়া উপজেলার আইন-শঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুরুল বশরকে গ্রেপ্তার করা হয় এবং তার ঘরের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পারভেজ