চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হালদায় বালু উত্তোলনের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

হালদায় বালু উত্তোলনের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

ভূজপুর সংবাদদাতা

১৫ নভেম্বর, ২০২৫ | ৩:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও এর প্রতিবাদকারী এক যুবকের ওপর হামলার ঘটনার জেরে নাজিরহাট-কাজিরহাট সড়ক অবরোধ করে স্থানীয়রা।

 

শনিবার (১৫ নভেম্বর) সকালে সুয়াবিল শাহ ছোবাহানিয়া সড়কের সামনে সকাল ১০টায় মানববন্ধন করেন স্থানীয় সচেতন সমাজ। মানববন্ধন শেষে তারা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় অবৈধভাবে বালু বহনকারী একটি জিপগাড়ি আটক করেন স্থানীয় সমাজকর্মী আবু ফয়েজ তুহিন ও এলাকাবাসী। এর জেরে বালু উত্তোলনে জড়িত মো. জসিম ও তার সহযোগীরা আবু ফয়েজ তুহিনকে মারধর করেন। এই হামলার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধের কর্মসূচি পালন করেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল কাশেম ফারুকী, মো. ইরফান উদ্দীন, আরমান উদ্দিন, এবং এম এয়াকুব আলী বাদশা।

 

বক্তারা বলেন, হালদা নদী দেশের সম্পদ। এই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এলাকার রাস্তাঘাট নষ্ট হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত হালদা নদী থেকে বালু ও মাটি কাটা বন্ধসহ এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে আহত ও স্থানীয়দের সাথে কথা বলেছি। বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট