চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে মোবাইল মেকানিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৩

চট্টগ্রামে মোবাইল মেকানিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৩

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৫ | ২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় এক মোবাইল মেকানিককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানিয়েছে, ‘ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ওই যুবককে খুন করা হয়েছে’।

 

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চন্দনাইশ ও নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার তিনজন হলেন- প্রধান অভিযুক্ত মো. সানি (২৪), তার ভাই মো. ইউসুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)।

 

শনিবার র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরপর সানি চন্দনাইশ উপজেলার রওশন হাটে তার মামার বাড়িতে আত্মগোপনে চলে গিয়েছিল। সেখান থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার ভাই ইউসুফকে নগরীর চৈতন্যগলি ও শাকিলকে রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

 

র‌্যাব কর্মকর্তা তাওহিদুল বলেন, হত্যাকাণ্ডের পর ছুরিটি ফেলে দেওয়া হয়েছিল। সেটি রেয়াজউদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদ সংলগ্ন একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট