
চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে আকাশ ঘোষ নামে এক যুবককে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সানিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার বিকেলে এনায়েত বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১টায় এনায়েত বাজার এলাকায় আকাশের ওপর হামলার ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আকাশ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা ছিলেন। অভিযুক্ত সানিও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পূর্বকোণ/এএইচ