
নগরীর বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৪ নভেম্বর বিকেলে সভায় সমিতির সদস্য, উপদেষ্টা ও এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় সমিতির অর্থনৈতিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম, সদস্যসংখ্যা বৃদ্ধি, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ফারুকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন,পাঁচলাইশ থানাধীন সমবায় অডিট অফিসার সুদীপ দাশ, বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সোহেল কুটুম, সাবেক সভাপতি সামসুল আলম তালুকদার ও উত্তম কুমার সুশীল,সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মো. সালাউদ্দিনসহ সাবেক নেতৃবৃন্দ।
সভাপতি মোহাম্মদ ফারুক বলেন, সমিতির অর্জিত সাফল্য সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতার ফল।ভবিষ্যতেও একইভাবে সমিতিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি।
এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদু শুকুর ও মো. আজমির হোসেন সমিতির সামাজিক কার্যক্রম ও এলাকার উন্নয়নে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে মতামত দেন।
সভা শেষে আগামী বছরের পরিকল্পনা, নতুন প্রকল্প শুরু এবং সম্প্রসারণ বিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়।
পূর্বকোণ/পারভেজ