চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সন্দ্বীপকে নিরাপদ নৌ যাতায়াত ও সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে গড়ার অঙ্গীকার মিজানুর রহমান ভূইয়ার

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২৫ | ১১:২৮ অপরাহ্ণ

সন্দ্বীপকে নিরাপদ নৌ যাতায়াত ও সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে গড়ার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। এসময় তিনি সন্দ্বীপে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) স্থাপন করে দ্বীপের ঝুকিঁপূর্ণ রোগীদের প্রাণ বাঁচানোর কথাও বলেন তিনি। 

সোমবার (১০ নভেম্বর) হারামিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি।

হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি- মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি ৬ মাসের মধ্যেই সন্দ্বীপকে সন্ত্রাস ও মাদকমুক্ত করব, ইনশাআল্লাহ।

সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক সংকট উত্তরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফা এখন সময়ের দাবি। তারা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে সন্দ্বীপবাসীর আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উল্লেখ করেন। 

এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিন সন্দ্বীপ আসন থেকে মিজানুর রহমান ভূইয়া মিল্টনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ার জন্য জোর দাবি জানান নেতাকর্মীরা। জনসভা শেষে মিল্টনের পক্ষে ভোট ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কাউচার আহমেদ, মনির তালুকদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন, শামিম, মহিলা দলের সভাপতি খেলনা মেম্বার, মুছাপুর যুবদল নেতা ডালিম, পৌরসভা যুবদল নেতা রাজু, মিজান সহ সন্দ্বীপ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অনান্য সংগঠনের হাজারও নেতাকর্মী।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট