চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সেলুনে চুল কাটার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাঁশখালীর যুবক

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৫ | ২:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামে সেলুনে চুল কাটার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. ফয়সাল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নগরের ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড নিউমুরিং সাত তলার মোড় এলাকার আজমির সেলুনে এ ঘটনা ঘটে।

ফয়সাল বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব বাঁশখালা গ্রামের মাওলানা ছৈয়দ হোসেনের ছেলে।

জানা গেছে, চুল কাটার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ওই যুবক। তিনি প্যাসিফিক গার্মেন্টসে চাকরি করতেন।

আজ শুক্রবার সকাল ১১টায় বাঁশখালীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট