চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নতুন ডিসি জাহিদুল ইসলাম

যোগদানের এক মাসের মাথায় চট্টগ্রামের ডিসি সাইফুলকে বদলি

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৫ | ১১:০১ অপরাহ্ণ

দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় বদলি হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে। একইসঙ্গে তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একের পর এক রদবদলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন প্রশাসন সংশ্লিষ্টরা। এর আগেও কয়েক দফায় ডিসি পর্যায়ে পরিবর্তন এনেছে সরকার।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট