
নিষিদ্ধ সংগঠন আ’লীগ ঘোষিত লকডাউনকে ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে কক্সবাজারজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনা সদস্যদের টহল কার্যক্রম চোখে পড়ার মতো হলেও, এই পরিস্থিতি সামাল দিতে মাঠে নেই ঘোষিত লকডাউনের আয়োজক আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
পর্যটক এবং স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল, বিমানবন্দর রোড, লালদীঘিরপাড় এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। এছাড়াও লিংক রোড, রামু, কোটবাজার এবং উখিয়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
এদিকে লকডাউনের প্রতিবাদে জামায়াত, বিএনপি, এনসিপি ও ছাত্রদের রাজপথে দেখা গেলেও কক্সবাজারের কোথাও আ’লীগের মিছিল-মিটিং দেখা যায়নি।
এছাড়া র্যাব ও পুলিশও সেনাবাহিনীর সাথে যৌথভাবে নাশকতা রোধে কার্যক্রম পরিচালনা করছে এবং সার্বক্ষণিক তৎপরতা বৃদ্ধি করেছে।
পূর্বকোণ/এএইচসি