চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বৃহস্পতিবার সব দোকান ও বিপণি বিতান খোলা থাকবে
ফাইল ছবি

বৃহস্পতিবার সব দোকান ও বিপণি বিতান খোলা থাকবে

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২৫ | ৫:২৪ অপরাহ্ণ

আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীসহ সারা দেশের সব দোকান ও বিপণি বিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্থায়ী কমিটির যৌথ সভায় বুধবার (১২ নভেম্বর) এই সিদ্ধান্ত গৃহীত হয়।

দুই সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং মো. আরিফুর রহমান টিপুর সই করা এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে আগামীকাল সারা দেশের দোকান, শপিং মল ও বিপণিবিতান খোলা থাকবে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যবসায়ীরা চান যেন ক্রেতা ও সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, তাই কর্মসূচি বা পরিস্থিতি যাই হোক না কেন, দোকান বন্ধ না রেখে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ বিষয়ে সরকার জানিয়েছে, জননিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের সহযোগিতায় আগামীকাল দেশের সব বিপণি বিতান ও দোকানপাট স্বাভাবিকভাবে চলবে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট