চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আ.লীগ-জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার দাবি গণঅধিকার পরিষদের

আ.লীগ-জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার দাবি গণঅধিকার পরিষদের

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২৫ | ১২:৩৯ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে না পারেন, সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। একই সঙ্গে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলকেও ভোটের বাইরে রাখার দাবি জানিয়েছে দলটি।

 

বুধবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতে এ দাবি জানায় গণঅধিকার পরিষদ।

 

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন ভোটে অংশ নিতে না পারে। এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নয়। কারণ, তারা যদি অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে নির্বাচন বানচাল হতে পারে।

 

তিনি বলেন, তারা ভোটে অংশ নিলে সেটি হবে ইসির মাধ্যমে তাদের পুনর্বাসন। এছাড়া ভোটে অংশ নেওয়ার সুযোগ পেলে অরাজকতা সৃষ্টি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

 

রাশেদ খান আরও বলেন, আমরা সিইসিকে জানিয়েছি-ফ্যাসিবাদের দোসর জাপা ও ১৪ দলকেও যেন ভোটের বাইরে রাখা হয়। এমনকি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে অনুষ্ঠেয় সংলাপেও যেন তাদের না ডাকা হয়।

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে রাশেদ খানের সঙ্গে দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট