
কক্সবাজারের রামু-উখিয়া রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশি অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। এ সময় ১টি চান্দের গাড়ি জব্দ করা হয়। তিনি মহেশখালী উপজেলার কুতুমজুম পূর্ব-পাড়ার বজল মিয়ার ছেলে মোশাররফ হোসেন জিসান (২৮)।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার রেজুখাল চেকপোস্ট থেকে ইয়াবাসহ মাদককারবারীকে আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্ট অভিযান পরিচালনা করে টেকনাফ হতে কক্সবাজারগামী চান্দের গাড়ি তল্লাশি করে চালকের সিটের নিচে লুকানো অবস্থায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে।এ সময় মাদক পাচারে ব্যাবহৃত ১টি চান্দের গাড়ি ও ১টি স্মার্টফোন জব্দ করা হয়।
আটককৃত আসামিকে বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট সোপর্দ করা হবে।
অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ