চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ নৌবাহিনী কলেজের শিক্ষক মো. ইকবালের শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক কৃতিত্ব

বাংলাদেশ নৌবাহিনী কলেজের শিক্ষক মো. ইকবালের শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক কৃতিত্ব

অনলাইন ডেস্ক

১১ নভেম্বর, ২০২৫ | ৯:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রামের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) মো. ইকবাল সম্প্রতি দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত আন্তর্জাতিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। প্রশিক্ষণ শেষে তিনি দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টরের হাত থেকে আন্তর্জাতিক সনদ গ্রহণ করেন।

 

জানা যায়, এ প্রশিক্ষণে বাংলাদেশসহ ১০টি দেশ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়। প্রতিটি দেশ থেকে মাত্র ৬ জন করে মোট ৬০ জন শিক্ষককে বাছাই করা হয়। কঠোর যাচাই-বাছাই, অনলাইন সাক্ষাৎকার ও এক মাসব্যাপী প্রাক-প্রশিক্ষণ শেষে বাংলাদেশ থেকে নির্বাচিত হন পাঁচজন শিক্ষক ও একজন কর্মকর্তা। তাদের মধ্যেই ছিলেন চট্টগ্রাম হাটহাজারী মাদার্শা গ্রামের মো. ইকবাল।

 

এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ার Seoul National University এবং Seoul Teachers’ Training Institute-এ, যেখানে অংশগ্রহণকারীরা আধুনিক শিক্ষণ কৌশল, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শেখন বিষয়ে প্রশিক্ষণ নেন।

 

উল্লেখ্য, মো. ইকবাল শিক্ষকতা জীবনে ইতোমধ্যে একাধিক জাতীয় ও বিভাগীয় পর্যায়ের স্বীকৃতি অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে, শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ), বাংলাদেশ নৌবাহিনী শিক্ষা পরিদপ্তর, সাপ্তাহিক সেরা কনটেন্ট নির্মাতা, শিক্ষক বাতায়ন (আইসিটি অধিদপ্তর)।

 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বিশ্ব শিক্ষক দিবস ২০২৫-এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. ইকবাল বলেন, “এই অর্জন আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। এটি শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের শিক্ষকদের যোগ্যতা ও সামর্থ্যের এক উজ্জ্বল প্রমাণ। চেষ্টা করলে আমরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে পারি।”

 

শিক্ষাক্ষেত্রে তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশ নৌবাহিনী কলেজসহ গোটা শিক্ষা অঙ্গনের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি এই সাফল্যে বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম ও উপাধ্যক্ষ মো. ইমদাদূর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট